বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে নিলামে হানি গ্রিন টি’র সর্বোচ্চ দর ৫ হাজার টাকা কেজি

চায়ের দ্বিতীয় নিলাম কেন্দ্রে শ্রীমঙ্গল টি বোকার্স এর পরিচালক হেলাল আহমদ চায়ের দাম ডাকছেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : চায়ের দ্বিতীয় নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২১-২২ অর্থ বছরের ৪র্থ চায়ের নিলাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টা থেকে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ খান টাওয়ারের দ্বিতীয় তলার নিলাম কেন্দ্রের এ নিলাম অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল টি বোকার্স, রূপশী বাংলা টি বোকার্স এবং জালালাবাদ টি বোকার্স তিন টি প্রতিষ্ঠানে ২০ বি চা বাগানের ৩৪৮ লটের মাধ্যমে মোট ১লক্ষ ৪৩ হাজার কেজি চা নিলামে তোলা হয়।

এবারেও বরাবরের মতো শ্রীমঙ্গল টি বোকার্স এর মাধ্যমে নিলামে নতুন জাতের কিছু চা তোলা হয়েছে। নতুন জাতের চায়ের মধ্যে রয়েছে দেশী প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা অবস্থিত শাবাজপুর টি এস্টেট এর উৎপাদিত লেমন গ্রিন টি, হানি গ্রিন টি, আর্ল গ্রিন টি ও মার্চচা গ্রিন টি।

জানাযায়, নতুন উৎপাদিত হানি গ্রিন টি এর প্রতি কেজির মুল্য ৫ হাজার এবং লেমন গ্রিন টি এর মুল্য ২ হাজার ৫শত টাকা। শ্রীমঙ্গল টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শিক্ষক জহর তরপদার এ তথ্য জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com