বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজটি চট্টগ্রাম থেকে ৮৩টি কন্টেইনার নিয়ে ঢাকার পানগাঁওয়ে যাচ্ছিল। খারাপ আবহাওয়ায় হাতিয়া চ্যানেলের অদূরে ভাসানচর লাল বয়ার কাছে জাহাজটি ব্যাপক দুলছিল। এসময় কন্টেইনারগুলো ছিঁড়ে সমুদ্রে পড়ে যায়।
“কন্টেইনারগুলো ভেসে ভাসানচর উপকূলের দিকে যাচ্ছে। ওই চ্যানেল দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো বিঘ্ন হচ্ছে না।”
বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা বলেন, “জাহাজ কর্তৃপক্ষকে কন্টেইনারগুলোর মুভমেন্ট পর্যবেক্ষণে রাখার জন্য বলা হয়েছে। আমরাও খোঁজ রাখছি।”
তবে ওই কন্টেইনারগুলোতে কি পণ্য ছিল তা জানা যায়নি।
করিম গ্রুপের মালিকানাধীন করিম শিপিং লাইনসের জাহাজ ‘কেএসএল গ্লাডিয়েটর’ দেশি-বিদেশি বন্দরে পণ্য সরবরাহ করে থাকে।