বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার শহর থেকে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) শাওন রায় কানু (৪৫) কে আটক করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল ৩ টার দিকে শহরের কুদরত উল্লাহ সড়কের আলামিন জেনারেল স্টোর থেকে থাকে আটক করা হয়।
আটকৃত শাওন রায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরের পাদ্রি বাংলা এলাকার বিমল রায়ের ছেলে।
মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের ওসি বিনয় ভূষন রায় জানান, শাওন বিকেলে শহরের কুদরত উল্লাহ সড়কের আলামিন জেনারেল স্টোর এসে বলেন আপনারা পলিথিনের ব্যবসা করেন আমি ডিবির লোক আমাকে টাকা দিতে হবে। পরে তার ব্যবহার সন্দেহ হয় এবং তারা তার পরিচয় নিশ্চিত করতে বলেন। পরে জিজ্ঞাসাবাদে ভুয়া ডিবি পুলিশ বলে প্রমাণিত হয়।
পরে গোয়েন্দা পুলিশকে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে যান।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।