বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ সংস্কারের দাবিতে কয়েকদিন যাবত দেশের বিভিন্ন স্থানে অঘোষিত ধর্মঘট করছেন পরিবহন শ্রমিকরা। রোববার থেকে এ আইন কার্যকর হওয়ায় সেদিন থেকেই বাসচালকরা এই ধর্মঘট শুরু করে। পরে মঙ্গলবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান চালক-হেলপাররাও এতে যোগ দিয়েছেন। এতে যাত্রী ও পণ্য পরিবহনে এক ধরনের অচলাবস্থার তৈরি হয়েছে।
বুধবার সকাল থেকে রাজধানীর সড়কগুলোতেও বাসের সংকট দেখা যায়। বাস স্টপগুলোতে অসংখ্য অফিসগামী মানুষকে বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। রাস্তায় কিছু বিআরটিসি বাস ছাড়া বেসরকারি গণপরিবহন নেই বললেই চলে। এছাড়া রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকেও কোনো বাস-মিনিবাস রাজধানীতে আসছে না। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে অফিস ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামীরা। এই সুযোগে ইচ্ছা মতো ভাড়া হাঁকাচ্ছেন সিএনজি চালিত অটোরিকশাও রিকশা ও মোটরসাইকেল চালকরা।
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সায়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম।
গাবতলী ও মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল ঘুরেও দেখা গেছে একই চিত্র। এসব বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন নতুন সড়ক পরিবহন আইনের সংশোধন ছাড়া তারা গাড়ি নিয়ে রাস্তায় নামবেন না।