বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০২:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

ভোট পেছানোর দাবিতে অনশনে অসুস্থ ১১ শিক্ষার্থী

তরফ নিউজ ডেস্ক : ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দু’দিনের কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েছেন ১০ জন।

শুক্রবার (১৭ জানুয়ারি) এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।

৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকার দুই সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

নির্বাচনের তারিখ পরিবর্তন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

তারা বলেন, আমরা ধর্মীয় অধিকার পালন করতে পারবো না, তাই এই অনশন করছি। আমরা এখনও কোনও আশ্বাস পাইনি নির্বাচন কমিশন থেকে। যে তারা এই বিষয়টি পুনর্বিবেচনা করবে।

শিক্ষার্থীদের এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ডাকসু সহ বিভিন্ন সংগঠন। সমর্থন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।

অনশনরত শিক্ষার্থীদের দেখতে এসে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।

তিনি বলেন এটি পুনর্নির্ধারণ করা, পিছিয়ে নেয়া বা এগিয়ে আনা সব নির্বাচন কমিশনের এখতিয়ার।

দু’দিনের অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েন ১১ জন শিক্ষার্থী। গুরুতর অসুস্থ কয়েকজনকে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে।

৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন-ক্যাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

তারা বলেন, ৩০ জানুয়ারি ঢাকা সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। কোনও হিন্দু ভোট কেন্দ্রে যাবেন না, নির্বাচনি প্রচারণায় অংশ নেবে না। ৩০ তারিখ সকাল ৮টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘট পূজা করে রাজপথেই অঞ্জলি নেবো।সেদিন কালো পতাকা মিছিল বের করা হবে। এ জন্য কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় সরকার এবং কমিশনকে নিতে হবে।

একই সঙ্গে নির্বাচনের দিন ‘কালো পতাকা’ মিছিল ও প্রেস ক্লাবের সামনে পূজা করার ঘোষণা দিয়েছে হিন্দু মহাজোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com