বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

নবীগঞ্জ সাংবাদিক ফোরামের নতুন কমিটি: সভাপতি সেলিম, সম্পাদক মুন্না

নিজস্ব প্রতিবেদক : নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ইমদাদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, হবিগঞ্জ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাকিল চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার প্রমূখ।

সম্মেলনে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ইমদাদুল ইসলাম সোহেল নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। নব-গঠিত কমিটিতে দৈনিক হবিগঞ্জ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদারকে সভাপতি ও বাংলা টিভির নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রাকিল হোসেন (চ্যানেল এস (ইউকে)/ দৈনিক সিলেটের ডাক), সহ-সভাপতি এম এ মুহিত (দৈনিক লোকালয় বার্তা), যুগ্ম সম্পাদক ছনি চৌধুরী (জয়যাত্রা টিভি/দৈনিক একাত্তরের কথা), অর্থ সম্পাদক মোহাম্মদ শওকত আলী (দৈনিক সংগ্রাম), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোজাহিদ চৌধুরী (দৈনিক হবিগঞ্জ সমাচার), প্রচার সম্পাদক সুমন আলী খাঁন (দৈনিক সিলেটের দিনকাল), নির্বাহী সদস্যবৃন্দরা হলেন- মোঃ আলাউদ্দিন (সম্পাদক- দৈনিক হবিগঞ্জ সময়), ফখরুল আহসান চৌধুরী (দৈনিক ইনকিলাব), শাহ সুলতান আহমেদ (প্রতিদিনের সংবাদ/জালালাবাদ), আশাহিদ আলী আশা (দৈনিক আলোকিত সকাল), আকিকুর রহমান সেলিম (দৈনিক সমাচার), সলিল বরণ দাশ (দৈনিক আমাদের সময়), আলী হাছান লিটন (স্বদেশ বার্তা), এটিএম জাকিরুল ইসলাম (দৈনিক আজকালের খবর), বুলবুল আহমেদ (চ্যানেল এস)। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com