শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সেনাবাহিনীর কভার্ডভ্যান উল্টে দুই সেনা সদস্য আহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে সেনাবাহিনীর কভার্ডভ্যান উল্টে দুই সেনা সদস্য আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কামারগাঁ জাফরান হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

আহত সেনা সদস্যরা হলেন- কভার্ডভ্যান চালক কর্পোরাল ইমাম হোসেন ও সৈনিক নাসরুল।

জানা যায়, শনিবার ঢাকার সাভার সেনা ক্যাম্প থেকে দুধবাহী কভার্ডভ্যান নিয়ে সৈনিক নাসরুলকে সাথে নিয়ে চালক কর্পোরাল ইমাম হোসেন সিলেট ক্যান্টনমেন্টের উদ্যেশে রওয়ানা হন। বিকেল ৪ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কামারগাঁও জাফরান হোটেলের কাছে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সাদা রংয়ের একটি প্রাইভেট কার রং সাইডে এসে সেনাবাহিনীর কভার্ডভ্যানের সামনে পড়লে প্রাইভেট কারকে বাঁচাতে গিয়ে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুই সেনা সদস্য আহত হন। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় গাড়িতে থাকা তরল দুধ রাস্তায় পড়ে নষ্ট হয়ে যায়।

খবর পেয়ে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বাহুবলে দায়িত্বরত সেনাবাহিনীর একটি টিম ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর গাড়িকে চাপা দেওয়া প্রাইভেট কারটিকে সনাক্ত করা যায়নি। রেকার দিয়ে উল্টে যাওয়া গাড়িটিকে আমরা রাস্তায় তুলে দিয়েছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com