রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২২৮। এ ছাড়া, আক্রান্ত আরও ৮৮৭ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৪ হাজার ৬৫৭ জনকে শনাক্ত করা হয়েছে।
আজ রোববার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৮৭ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৬৫৭ জন। মারা গেছেন আরও ১৪ জন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও চার জন নারী। মারা যাওয়া চার নারীর মধ্যে একজনের বয়স ৩০-৪০ বছরের মধ্যে, একজনের ৫১-৬০ বছরের মধ্যে ও দুই জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে। পুরুষদের মধ্যে চার জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, দুই জনের ৫১-৬০ বছরের মধ্যে, তিন জনের ৬১-৭০ বছরের মধ্যে ও একজনের বয়স ৯১-১০০ বছরের মধ্যে। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২২৮ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫০ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।