বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লা জেলার মধ্যে নাঙ্গলকোট একমাত্র উপজেলা যেখানে রবিবার (১০ মে) পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি। অবশেষে আজ সোমবার (১১ মে) এখানে ২জন করোনা রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনটি তৈরির প্রায় ২ ঘন্টায়ও স্থানীয় স্বাস্থ্যবিভাগ আক্রান্ত রোগীদের সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত করতে পারেননি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব দাস দেবকে ফোন করলে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন বলে জানান। প্রায় ঘন্টাখানেক পর পুনরায় ফোন দিলে তিনি দুই ঘন্টা পর বিস্তারিত তথ্য দিতে পারবেন বলে জানান।
অভিযোগ রয়েছে, দেশে করোনার প্রভাব শুরু হওয়ার পর থেকেই স্থাণীয় স্বাস্থ্যবিভাগ দায়সারাভাবে কাজ করে আসছে। নাঙ্গলকোটে এতদিন তেমন নমুনা সংগ্রহ না হওয়ায় জেলা স্বাস্থ্যবিভাগ বিষয়টির প্রতি জোর দেন। এরই প্রেক্ষিতে গত কয়েকদিনে বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে আজ সোমবার দুইজন আক্রান্তের খবরে নাঙ্গলকোট উপজেলাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ সমন্বয়ক ডা. নিগর্স মেরাজ চৌধুরী নাঙ্গলকোটে দুইজন করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছেন।