বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২১ জন। এরমধ্যে ২২ জন করোনাভাইরাস জয়ী হয়ে বাসায় ফিরছেন। আর এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তিনজনের রিপোর্ট পজিটিভ আসে এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা আইইডিসিআর থেকে আরও ১২ জনের রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল। তিনি বলেন, হবিগঞ্জে ঢাকা থেকে আসা রিপোর্টে ১২ জনের মধ্যে পুরুষ ১০ জন আর নারী ২ জন। অন্যদিকে সিলেট ল্যাব থেকে আসা রিপোর্টে ৩ জনের তিনজনই নারী। শনাক্ত মোট ১৫ জনের মধ্যে সদরের ২, লাখাই ১, নবীগঞ্জ ৬, আজমিরীগঞ্জ ৪, চুনারুঘাট ২ জন। পুরুষ ১০ জন, মহিলা ৫ জন।