বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ পূর্বাহ্ন

করোনায় দেশে একদিনে রেকর্ড শনাক্ত ১২০২, মৃত্যু ১৫ জন

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ফাইল ছবি

তরফ নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে ১ হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলেন ২০ হাজার ৬৫ জন।

মৃত্যুবরণ করেছেন নতুন করে ১৫ জন। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৮ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৯৮ জনের।

গত ৪৮ ঘণ্টা সুস্থ হয়েছেন ৫১২ এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ হাজার ৮৮২ জন।

শুক্রবার (১৫ মে) দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (চ.দা) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মোট ৪১টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়ে থাকে যার মধ্যে ঢাকার ২১টি এবং ঢাকার বাইরে ২০টি। গত ২৪ ঘন্টায় মোট ৯ হাজার ৫৩৯ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ৮ হাজার ৫৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) শনাক্ত হয় ১,০৪১ ও মারা যায় ১৪ জন।

দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় ৮ মার্চ। তবে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

বিশ্বে ২১৩ দেশ ও অঞ্চলের ৩ লাখ ৩ হাজার মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি মানুষের। এই সময়ে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজারের বেশি। সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে, দেশটিতে মারা গেছেন ১৭০৪ জন।

ব্রাজিলে ৮৩৫, যুক্তরাজ্যে ৪২৮, ফ্রান্সে ৩৫১, মেক্সিকোতে ২৯৪, ইতালিতে ২৬২, স্পেনে ২১৭ এবং কানাডায় প্রাণ গেছে ১৭০ জনের। জাপানের বেশিরভাগ প্রদেশে তুলে নেয়া হয়েছে জরুরি অবস্থা। ২৬ মে থেকে খুলে দেয়া হবে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ।

দক্ষিণ সুদানে করোনায় প্রথম মৃত্যু রেকর্ড করা হয়েছে। নিষেধাজ্ঞা শিথিলের পর ইতালিতে একদিনে ৯৯২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৫ মে( থেকে মস্কোতে শুরু হচ্ছে গণটেস্টিং। জুনের ২৬ তারিখ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখবে পোল্যান্ড।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com