বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন
কুমিল্লা প্রতিনিধি : করোনা ভাইরাস মোকাবিলায় লাকসাম এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে লাকসাম পৌরসভা, বাকই, কান্দিরপাড় ও মুদাফরগঞ্জ ইউনিয়নের ৪’শ টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ৫০টি মাস্ক, ১০টি স্যাভলন সাবান, ৮ প্যাকেট স্যানিটারী প্যাড, ১ কেজি ব্লিচিং পাউডার, ১ কেজি ডিটারজেন্ট পাউডার ও ১ টি প্লাস্টিক মগ বিতরণ করা হয়েছে।
চারদিন ব্যাপী এই সহায়তা কর্মসূচির শেষ দিন মঙ্গলবার মুদাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহীদুল ইসলাম শাহীন, বাকই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল আউয়াল, লাকসাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: শরীফুল ইসলাম মজুমদার, পৌর কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, মো: ওমর আলী, মুদাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার শামীমা আক্তার, কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের মেম্বার সাইফুল ইসলাম চৌধুরী, শিক্ষক মো: শাহজাহান মাষ্টার, হলদিয়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শ্যামল কুমার চন্দ, বামন্ডা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মো: ইকবাল হোসেন, পাশাপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মঞ্জুমা বেগম, রনচৌ গ্রাম উন্নয়ন কমিটির সহসভাপতি আমিনুল হক, উত্তর লাকসাম গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি চান্দু মিয়া, লাকসাম এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফাইন্যান্স অফিসার রনি এন্থোনি রোজারিও, প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, গ্রাম উন্নয়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সহায়তাকারী উপস্থিত ছিলেন।