শুক্রবার, ৩১ মে ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় রেমাল: ১৯ উপজেলার নির্বাচন স্থগিত বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন অবাদ, সুন্দর ও দাঙ্গামুক্তভাবে অনুষ্ঠিত হয়েছে বাসার ছাদে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু রেমাল পরিণত প্রবল ঘূর্ণিঝড়ে, মহাবিপদ সংকেত বাহুবলে ৫ আওয়ামীলীগ নেতাকে হারিয়ে আলেম চেয়ারম্যান নির্বাচিত শান্তিপূর্ণ ও বিশ্বাস যোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে পুলিশ বদ্ধপরিকর- এসপি আক্তার হোসেন জনগণ যাকে ভালবাসবে, দায়িত্ব দিতে চাইবে, তাকেই দেবে- জেলা প্রশাসক বাহুবলে বিয়ের আনন্দ-ফুর্তি চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতীর মুত্যু বাহুবল উপজেলা নির্বাচন : ২০ প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ বাহুবল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

করোনাভাইরাস: মৃত্যু ৩ লাখ ৬৪ হাজার, আক্রান্ত ৫৯ লাখের বেশি

ক্যালিফোর্নিয়ায় সুরক্ষা পোশাক পরে করোনা আক্রান্ত এক রোগীকে চিকিৎসাসেবা দিচ্ছেন এক স্বাস্থ্যকর্মী। ২৭ মে ২০২০। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ৩ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৫৯ লাখেরও বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় ২৫ লাখ মানুষ।

আজ শনিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ লাখ ২৭ হাজার ২৫৫ জন এবং মারা গেছেন ৩ লাখ ৬৪ হাজার ৯৩৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২৪ লাখ ৯৩ হাজার ৭৯২ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৪৭ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১ লাখ ২ হাজার ৮৩৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪ লাখ ৬ হাজার ৪৪৬ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ১৬৬ জন, মারা গেছেন ২৭ হাজার ৮৭৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৪৭৬ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৮ হাজার ২৪৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭২ হাজার ৬০৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ১৭২ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়াতেও। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ৬২৩ জন এবং মারা গেছেন ৪ হাজার ৩৭৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৫৭ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৫৬৪ জন, মারা গেছেন ২৭ হাজার ১২১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ২৪৮ জন, মারা গেছেন ৩৩ হাজার ২২৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৪৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৯২৩ জন, মারা গেছেন ২৮ হাজার ৭১৭ জন এবং সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৯২১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৯২২ জন, মারা গেছেন ৮ হাজার ৫০৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ২৪৫ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬৬৮ জন, মারা গেছেন ৭ হাজার ৬৭৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৩১ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ১২০ জন, মারা গেছেন ৪ হাজার ৪৮৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৬৩ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৪৯১ জন, মারা গেছেন ৪ হাজার ৯৮০ জন এবং সুস্থ হয়েছেন ৮২ হাজার ৬২৭ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১২৩ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৮২ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৪২ হাজার ৮৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৫৮২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com