শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

এবার কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ- ৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে ১ লাখ ৫৯ হাজার ৭০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন শিক্ষার্থী।

এতে গড় পাশের হার ৮৫.২২ শতাংশ। পাশের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা।

আজ রোববার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো.আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন কুমিল্লা, চাঁদপুর, ব্রাক্ষ্মনবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী এই ৬ জেলার ১,৭৩২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট পরীক্ষা দিয়েছে ১,৫৯,০৭০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬৭,৯৯৭ জন ছাত্র এবং ৯১,৫৪০ জন ছাত্রী। এতে ছাত্রদের মধ্যে পাশ করেছে ৫৮,৫৯৬ জন এবং ছাত্রীদের মধ্য থেকে পাশ করেছে ৭৬,৯৬৪ জন। ছাত্রের পাশের হার ৮৬.৩১ এবং ছাত্রীদের পাশের হার ৮৪.৪১। এখানে পাশের হারের দিক থেকে ১.৯ ভাগ এগিয়ে রয়েছে ছাত্রীদের চেয়ে ছাত্ররা।

অপর দিকে, জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে ছাত্রদের চেয়ে ৪১৫টি বেশী পেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মোট জিপিএ ৫ পেয়েছে ১০,২৪৫ জন। এতে ছাত্রদের মধ্য থেকে পেয়েছে ৪,৯১৫ জন এবং ছাত্রীদের মধ্য থেকে পেয়েছে ৫,৩৩০ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com