সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ:  লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের নেতা নুর চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার সচিব পদে পদোন্নতি বাহুবলে দলিল লিখক সমিতির নয়া কমিটি গঠিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার চুনারুঘাট পকেট কমিটির প্রতিবাদে ঝাড়ু মিছিল মিরপুর বাজারে বিএনপির পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল যাদের জন্য ১৫ বছর লড়াই করলাম, তারাই আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

করোনায় ২৪ ঘণ্টায় ৩৭ মৃত্যু, শনাক্ত ৩১৯০

তরফ নিউজ ডেস্ক :- গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৬৫ জনে।

বুধবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৩ জন। মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন।

তিনি জানান, গত ২৪ নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৯৪টি আর পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৬৫টি। ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ জনের মধ্যে। এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ২৫ জন, চট্টগ্রাম বিভাগে সাত জন, সিলেট বিভাগে এক জন, বরিশারে বিভাগে দুই জন, রাজশাহী বিভাগে এক জন, ময়মনসিংহ বিভাগে এক জন।

নাসিমা সুলতানা জানান, মৃতু ৩৭ জনের বয়স বিশ্লেষণে করলে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে এক জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন এক জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫৩৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন আট হাজার ২৪৩ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com