শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

চুনারুঘাটে ৫০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাটে ৫০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ২৪১ টি কেন্দ্রে আগামী ৪ অক্টোবর ২০২০ থেকে ১৭ অক্টোবর ২০২০ পর্যন্ত উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে। বুধবার সকাল ১১ টায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এডভোকেসী সভায় এ তথ্য জানা যায়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিলটন চন্দ্র পাল। বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফাতেমা হক, উপজেলা শিক্ষা কর্মকর্ত মাসুদ রানা, প্রেস কাব সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্ত জুলহাজ উদ্দিন, স্বাস্থ্য কর্মী কবির আহম্মেদ, জসিম উদ্দিন প্রমূখ।

ডা.মোজাম্মেল হোসেন বলেন, চুনারুঘাট উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে উপজেলা ব্যাপী ব্যাপক প্রচার চালানো হচ্ছে। ৪ অক্টোবর ২০২০ থেকে ১৭ অক্টোবর ২০২০ পর্যন্ত উপজেলায় ২৪১ টি কেন্দ্রে ৬ মাস বয়স থেকে ৫ বছরের শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রমে উপজেলার সকল শিক্ষক, ইমাম, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ এলাকার জনসাধারকে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com