সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস)এর নির্বাচন উপলক্ষে প্রার্থী, এজেন্ট, প্রশাসনের সাথে নির্বাচন কমিশন বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
জানা যায়, দীর্ঘ অপেক্ষার পর এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস)এর নির্বাচন। আগামী ২১ নভেম্বর নির্বাচন ঘিরে প্রার্থী ও ভোটার ব্যবসায়ীদের মধ্যে যেমন প্রতিযোগিতা,তেমনি চলছে জয়ের লড়াই,আনন্দ ও প্রচার প্রচারণা।নির্বাচন সফলভাবে সমাপ্তির লক্ষে আজ চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) ত্রি বার্ষিক নির্বাচন ২০২০ এর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও এজেন্টগণের সাথে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের মতবিনিময় সভা করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ, পৌর মেয়র নাজিম উদ্দীন সামসু, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আশরাফ , চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা,নির্বাচন কমিশনার প্রনয় পাল, কামরুল ইসলাম, ইসমাইল হোসেন বাচ্চু, আবিদ তরফদার সহ প্রার্থী,এজেন্ট প্রমুখ।
উল্লেখ্য আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন।