বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

তাহিরপুরে ভারতীয় মদসহ কারবারী আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধ: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৫ বোতল অফিসার্স  চয়েস মদসহ এক মাদক কারবারীকে  আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

আটককৃত মাদক কারবারীর নাম আজিজুল ইসলাম (২৭) সে  উপজেলার (উত্তর) শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী লালঘাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে ,বৃহস্পতিবার রাতে টেকারঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এ এস আই আলা উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম,গোপন সংবাদের  মাধ্যমে অভিযান চালিয়ে লালঘাট গ্রামের রইছ মিয়ার বাড়ির পাশ থেকে ৫ বোতল  ভারতীয় মদ সহ ওই কারবারীকে আটক করেছে।

তাহিরপুর থানার ওসি মোঃ  আব্দুল লতিফ (তরফদার) এ তথ্য নিশ্চিত করে জানান,আটককৃত মাদক  কারবারীর বিরোদ্ধে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে   একটি মামলা দায়ের করে। শুক্রবার দুপুড়ে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com