শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলের বৃন্দাবন চা বাগানে অক্ষয় গোয়ালা নামের এক চা শ্রমিক ব্যবসায়ীর মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বৃন্দাবন চা বাগানে ধামছড়া নামক স্থানে মুদি দোকানের তালা ভেঙে চোরেরা নগদ সাড়ে ৩ লক্ষ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনার দুইদিন পর শনিবার (১২ ডিসেম্বর) মধ্যেরাতে অক্ষয় গোয়ালা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় চুরির মামলা দায়ের করেন।
মামলা দায়ের পরপরই পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে গোপনীয় সোর্স নিয়োগ করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে। বাহুবল মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই মোঃ ওয়াসিম-এর যৌথ নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার বৃন্দাবন চা বাগান থেকে ঐ বাগানের বুদনা সাওয়ালের পুত্র আকাশ সাওতাল (১৮) ও অক্ষয় সাওতালের পুত্র মিঠুন সাওতাল (২৪) কে গ্রেফতার করে। পরে তাদের তথ্য মতে চুরি যাওয়ার ৩ লক্ষ টাকা গ্রেফতারকৃত আসামি মিঠুন সাওতালের বসতঘর থেকে উদ্ধার করা হয়।
এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মামলা রুজুর দুই ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িতদের খোঁজে বাহির করে তাদের বসতঘর থেকে নগদ ৩ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামি মিঠুন সাওতাল বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ইতিমধ্যে দুই আসামিকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।