রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন: ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ): আগামী ২৯ ডিসেম্বরকে সামনে রেখে নবীগঞ্জের সাংবাদিক সমাজের ঐহিত্যবাহী সংগঠন ‘নবীগঞ্জ প্রেস ক্লাব’ এই নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন পদে মোট ২০জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান ও যুগ্ম নির্বাচন কমিশনার এম এ আহমদ আজাদ এবং সুবিনয় রায় বাপ্পির নিকট প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে- ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তারা হলেন- এম এ বাছিত, উত্তম কুমার পাল হিমেল, ফখরুল ইসলাম চৌধুরী, আশাহিদ আলী। সহ- সভাপতি পদে মনোনয়ন দাখিল করেন- শাহ সুলতান আহমেদ ও মুরাদ আহমেদ।

সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেন, মোঃ সেলিম তালুকদার, কিবরিয়া চৌধুরী, এটিএম জাকিরুল ইসলাম, মহিবুর রহমান চৌধুরী তছনু।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে- নাবেদ মিয়া, হাবিবুর রহমান শামীম, জাকির হোসেন চৌধুরী, তৌহিদ চৌধুরী। কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ শওকত আলী ও আলী হাসান লিটন। এ ছাড়াও নির্বাহী সদস্য ৬ পদের বিপরীতে ৫জন মনোনয়ন দাখিল করেন। তারা হলেন- ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল ইসলাম, আকিকুর রহমান সেলিম, এম মুজিবুর রহমান, এম এ মুহিত।

এদিকে তফশিল ঘোষনার পর থেকেই প্রার্থীরা নির্ঘুম প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তারা ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করছেন। বিশেষ করে শহর জুড়েই যেন সাংবাদিকদের মাঝে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।

ঘোষিত তফসিল অনুযায়ী নবীগঞ্জ ডাকবাংলোতে আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা গোপন ব্যালটের মাধ্যমে ৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com