বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে ৪৭ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিলেন ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম

বাহুবলে মুক্তিযোদ্ধা সংবর্ধনা আয়োজক ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলমের কাছ থেকে সম্মাননা স্মারক ও উপহার গ্রহণ করছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর মিয়া

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম ব্যক্তিগত উদ্যোগে ৪৭ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছেন। বৃস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার স্নানঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলমের সভাপতিত্বে ও রিয়াদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।

মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলমের কাছ থেকে প্রধান অতিথির সম্মাননা স্মারক গ্রহণ করছেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ বারের সাবেক সভাপতি আব্দুল মোতালিব চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ মোঃ আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী শেখ ফিরোজ আলী মিয়া, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, দপ্তর সম্পাদক এম. এ. মজিদ তালুকদার, মানবজমিন বাহুবল প্রতিনিধি নূরুল ইসলাম মনি, স্নানঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুফি মিয়া খান, সাধারণ সম্পাদক মোস্তফা চৌধুরী ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ডা. হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম।

বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল হোসেন চৌধুরী, উপজেলা উলামালীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার, আলেয়া-জাহির কলেজের প্রভাষক রামিম ইমাম, ইউপি সদস্য বিকাশ দাশ, উপজেলা যুবলীগের সদস্য আওলাদ মিয়া, স্নানঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি তবারক আলী, সাবেক ছাত্রলীগ নেতা জীবন আহমেদ, স্নানঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দাশ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুল হক, সাবেক ছাত্রলীগ নেতা মুর্শেদ আলম প্রমুখ। উপস্থিত ছিলেন স্নানঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রঙ্গু মিয়া, সাধারণ সম্পাদক আরজু মিয়া, ২নং ওয়ার্ডের সভাপতি নানু মিয়া, ৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক কমরু মিয়া, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কয়েছ মিয়া, ৬নং ওয়ার্ডের সভাপতি বাবু চিত্ত রায়, সাধারণ সম্পাদক শাহ নূরুল আমীন, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক অর্জুন দাশ, ৮নং ওয়ার্ডের সভাপতি মুহিবুর রহমান মুখ, সাধারণ সম্পাদক ক্ষির মোহন সূত্রধর, ৯নং ওয়ার্ডের সভাপতি জয়দেব কৃষ্ণ দাশ, সাধারণ সম্পাদক সাবাজ মিয়া, ইউপি সদস্য আবিদুর রহমান, মাজু মিয়া।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও সভাপতি উপজেলার ৪৭ মুক্তিযোদ্ধার হাতে ক্রেস্ট, ফুল ও গিফট সামগ্রী তুলে দিয়ে তাদের সম্মাননা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com