সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন রুপরেখা তৈরীর সম্ভাবনাঃত্রিপক্ষীয় বৈঠক আজ

তরফ নিউজ ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর রূপরেখা তৈরি হতে পারে আজকের বাংলাদেশ-মিয়ানমার-চীন ত্রিপক্ষীয় বৈঠকে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে সচিব পর্যায়ের এ বৈঠক আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হবে।  এর আগে ২০২০ সালের ২০ জানুয়ারি সর্বশেষ ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃশ্যত কোনো অর্জন হয়নি। বিশেষ করে কভিড মহামারির কারণে গত বছর রোহিঙ্গা প্রত্যাবাসন কূটনীতিতে প্রকৃতপক্ষে কোনো অগ্রগতিই হয়নি।

এ প্রেক্ষাপটেই এবারের ত্রিপক্ষীয় বৈঠক। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ বৈঠকে প্রতিনিধিত্ব করছেন। তিনি বলেন, এবারের বৈঠক থেকে ফলপ্রসূ সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

এবারের বৈঠকে মূল আলোচ্য বিষয় হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু। বাংলাদেশ আরও আগেই মিয়ানমার ও চীনকে স্পষ্ট করে জানিয়েছে যে, ঢাকা চায় আগামী বর্ষার আগেই প্রত্যাবাসন শুরু হোক। ত্রিপক্ষীয় বৈঠকে অন্য কোনো আলোচনা নয়, বর্ষার আগে কবে, কখন ও কীভাবে প্রত্যাবাসন হবে তার রূপরেখা তৈরি করাই এ বৈঠকের আলোচনায় সীমাবদ্ধ রাখতে চায় বাংলদেশ।

এর আগের ত্রিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ও মিয়ানমারের রাখাইনে উপযুক্ত পরিবেশ তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সে সময় মিয়ানমার কথা দিয়েছিল, তারা দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন উপযোগী পরিবেশ নিশ্চিত করবে। কিন্তু বাস্তবে সেই নিশ্চয়তার প্রতিফলন খুব কমই দেখা গেছে। এর আগে অন্যান্য পর্যায়ের আলোচনাতেও প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমার যত কথা দিয়েছে, তার প্রায় কোনোটিই পালন করেনি। তবে পরিস্থিতি এখন অনেকটা বদলেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com