মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪০১ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৪১ জন। মোট শনাক্ত ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৮৩৪ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৪৮৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৩৫টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৬৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৮ লাখ ৩৮ হাজার ২৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ১৫ শতাংশ।