সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রেলের টিকিট কালোবাজারি রোধে শায়েস্তাগঞ্জে র‍্যাবের অভিযান, ৪ যাত্রীকে জরিমানা বাহুবলে চোরাই গরু ও গাড়িসহ এক ব্যক্তি আটক  ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার উপকমিটিতে দায়িত্ব পেলেন বাহুবলের সন্তান মিনজাব ছাহাম বাহুবলে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার মাধবপুরে জেলা জামায়াতের গাড়ীবহরে হামলা বাহুবলে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন বাহুবলে ‘ওয়াশব্লক’ প্রকল্পের কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার, শিক্ষক-শিক্ষার্থীদের দূর্ভোগ বাহুবলে গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চুনারুঘাটে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু অলিপুর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার

বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দি হোপ এন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫৩টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ৬০২জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসাইন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী সামছুল আলম, দি হোপ এন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠাতা প্রভাষক আইয়ূব আলী, আলিফ-সোবাহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই ভূইয়া, প্রভাষক আল আমিন, পাঁচগ্রাম নেতা ফয়সল আহমেদ, বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল আলম, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাস্টার মখলিছুর রহমান ও নজির হোসেন হাসু প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, ৯ম বারের মতো আয়োজিত দি হোপ শিক্ষাবৃত্তি পরীক্ষায় এবার ৩য় শ্রেণি থেকে ১৮৮, ৪র্থ শ্রেণি থেকে ১৭৮ ও ৫ম শ্রেণি থেকে ২৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রতি বারের মতো এবারও প্রতিটি ইউনিয়নে কমপক্ষে টেলেন্টপুলে ২ ও সাধারণ গ্রেডে ৭ জন শিক্ষার্থী বৃত্তি পাবেন।


একই সময়ে দি হোপ এন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রভাষক আইয়ূব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com