বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা

নূরুল ইসলাম মনি : ভর্তি উৎসব ও পিঠা মেলাকে ঘিরে বাহুবলের মিরপুরে অবস্থিত সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পস পরিণত হয়েছিল নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলায়। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ মেলা ছিল ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। মেলায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় ১১টি পিঠার স্টল অংশগ্রহণ করে।

দেশের ঐতিহ্যবাহী শতাধিক জাতের ও স্বাদের পিঠা-পুলি স্থান পায় মেলার স্টলগুলোতে। যান্ত্রিক যুগে মেলায় আসা দর্শনার্থীরা স্টলগুলো থেকে পছন্দের পিঠা-পুলি ক্রয় করে নবান্নে আমেজ উপভোগ করেন। দিন শেষে অংশগ্রহণকারী তিনটি সেরা স্টলকে পুরষ্কারে ভূষিত করা হয়।


এ উপলক্ষ্যে মেলার মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা এম শামছুদ্দিন। প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এ.এস.এম রেদুয়ানের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিকেএসপির অধ্যক্ষ আতিক উল­াহ, ৮ গ্রাম নেতা আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল, ৫ গ্রাম নেতা ফয়সল আহমেদ, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামছুল আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুল ইসলাম চৌধুরী ফারুক, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম মনি, ডাক্তার এমদাদুল হক সবুজ, সাবেক শিক্ষক নাজির হোসাইন হাসু, বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি আব্দুল আলী ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল মাওয়া ও ফয়সল আহমেদ রাজু, সৃজন জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চন্দ্র দেব প্রমুখ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নাসির উদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com