সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির নতুন কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা । রবিবার বিকেলে উপজেলা সদরে আয়োজিত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
পরে চুনারুঘাট মধ্যে বাজারে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা শামছুল হক তালুকদার, শফিকুর রহমান জামাল, প্রিন্সিপাল আব্দুর রব, মিজানুর রহমান লাল মিয়া মেম্বার, কাছুম আলী মেম্বার,আহম্মদাবাদ ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আজগর আলী মাষ্টার, ,সৈয়দ তোফাজ্জল, হোসাইন মোহাম্মদ রুবেল, সেচ্ছাসেবক দল নেতা আজাদ মিয়া তালুকদার,ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ, শাহ প্রান্তসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন ।
এসময় তারা অভিযোগ করেন, বিগত ১৫ বছর দলের নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা বিএনপির একটি “পকেট কমিটি” ঘোষণা করা হয়েছে ।।