রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
দিদার এলাহী সাজু: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, চুনারুঘাট উপজেলার রামগঙ্গা গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামিমা আক্তার (১২) এবং মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিশু পরিবারের সঙ্গে চাচাতো ভাই শাহ আলমের বাড়িতে বিয়ের দাওয়াতে এসেছিল। দুপুরের পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে বাগানের পাশে একটি ডোবার জলাশয়ে তিনজনের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।”