সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

বাহুবলের তিন রত্ন এবার মেডিকেলে

নূরুল ইসলাম মনি : বাহুবলের তিন রত্ন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে। আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকালে প্রকাশিত ফলাফলে ৬৬.৫৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবার পরীক্ষায় অংশ নেয়া এক লাখ ২০ হাজার ৪৪০ জনের মধ্যে পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন। এ বছর ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫। গত ১২ই ডিসেম্বর (শুক্রবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ পর্যান্ত প্রাপ্ত তথ্যানুযায়ী বাহুবল উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা তিন কৃতি শিক্ষার্থী এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে।

এম. মাহমুদুল হাসান শান্ত এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ৮১.২৫, সে সম্বিলিত মেধাতালিকায় ৯৯৩তম স্থান অধিকার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনিত হয়েছে। তার পিতার মোহাম্মদ আব্দুল লতিফ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং মা রোকেয়া খাতুন একজন গৃহিনী। তার বাড়ি অত্র উপজেলার লামাতাসী ইউনিয়নের কাজীহাটা গ্রামে। সে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ ৫ ও মুরারী চাদ কলেজ (এমসি কলেজ) থেকে এইচএসসি-তে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়।

সাবিকুন্নাহার অর্পি এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ৮০.০০। সে সম্বিলিত মেধাতালিকায় ১৪২৯ তম স্থান অধিকার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনিত হয়েছে। তার পিতা হুমায়ূন কবীর দৈনিক যায়যায়দিন পত্রিকার বাহুবল প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল তরফ নিউজ ২৪ ডটকম এর সম্পাদক এবং মিরপুর বাজারের হক ফার্মেসীর স্বত্বাধিকারী এবং মা মনোয়ারা বেগম স্বপ্না একজন গৃহিনী। তার বাড়ি অত্র উপজেলার মিরপুর ইউনিয়নের কালুটুলা গ্রামে। সে মিরপুর সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ ৫ ও সিলেট মহিলা কলেজ থেকে এইচএসসি-তে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়।

মোহাম্মদ রায়হান এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ৭৯.৭৫। সে সম্বিলিত মেধাতালিকায় ১৫১৬তম স্থান অধিকার করে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনিত হয়েছে। তার পিতা মোঃ ফুল মিয়া প্রবাসী এবং মা আলেয়া সুলতানা একজন গৃহিনী। তার বাড়ি অত্র উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে। সে মিরপুর সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ ৫ ও ঢাকাস্থ নটরডেম কলেজ থেকে এইচএসসি-তে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com