রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

হজে যেতে লাগবে ২০২০ পর্যন্ত পাসপোর্টের মেয়াদ

তরফ নিউজ ডেস্ক : ২০১৯ সালে হজ গমনেচ্ছুদের পাসপোর্টের মেয়াদ ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকা বাধ্যতামূলক করছে ধর্ম মন্ত্রণালয়। এ সংক্রান্ত বার্তা দিয়ে সকল মোবাইল অপারেটরে ক্ষুদে বার্তা পাঠাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দিয়েছে মন্ত্রণালয়।

সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত বিটিআরসিতে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে ‘২০১৯ সালে হজে যাওয়ার জন্য ১০ ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকা বাধ্যতামূলক। দ্রুত পাসপোর্ট করুন, হজ অফিস।’ -লেখা খুদে বার্তা সকল মোবাইল অপারেটরে প্রচারের জন্য বিটিআরসির চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।

২০১৯ সালে পবিত্র হজ পালনের জন্য ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৯০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২ লাখ ৩৩ হাজার ৯৯০ জন প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন।

এদিকে ইতোমধ্যে সৌদি সরকারের সাথে ধর্ম মন্ত্রণালয়ের হজ কোটা চুক্তিও হয়ে গেছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজ পালন করতে পারবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com