মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

ডাকসুতে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন ৩ এজিএস সহ ৩৬ জন

তরফ নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদের নির্বাচনে তিনজন সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ মোট ৩৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন। রোববার বিশ্ববিদ্যালয়ের প্রকাশ করা চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যায়, এই প্রার্থীদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী নেই। এর সবাই ছাত্রলীগের প্যানেলের।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাওয়া এজিএসরা হলেন, ফজিলাতুন্নেছা মুজিব হলে সাবরিনা খাতুন (সমাজবিজ্ঞান), জিয়া হলে আবদুল মমিন (বাংলা) এবং বঙ্গবন্ধু হলে জুলফিকার হাসান (একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস)। রোববার বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় ১৮টি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদের বিপরীতে ৫০৯ জনের প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাওয়া অন্যান্যরা হলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব  হলে সহ-সাধারণ সম্পাদক পদে সাবরিনা খাতুন (সমাজবিজ্ঞান), পাঠকক্ষ সম্পাদক পদে সানজিনা ইয়াসমিন (এমআইএস), অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে রিয়া আক্তার শান্তা (ট্যুরিজম), বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে পাপিয়া আক্তার (ইসলামের ইতিহাস), সমাজসেবা সম্পাদক পদে ইসরাত জাহান (ইসলামিক স্টাডিজ)। এছাড়া এ হলে চারটি সদস্য পদের বিপরীতে রয়েছে  ৪ জন প্রার্থী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন সহ-সাধারণ সম্পাদক পদে জুলফিকার হাসান (এআইএস), অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে মুনতাছির মমতাজ (ফার্সি), বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে মাহমুদুল হাছান (স্বাস্থ্য অর্থনীতি)।

কবি জসীম উদদীন হলে সাংস্কৃতিক সম্পাদক পদে ইমাম-উল-হাসান (আন্তর্জাতিক সম্পর্ক), পাঠকক্ষ সম্পাদক পদে নাসির উদ্দীন (আরবী), বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে জাহিদ হাসান (ইসলামিক স্টাডিজ) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

শহীদুল্লাহ হলে সাংস্কৃতিক সম্পাদক পদে হেলাল উদ্দীন (গণিত বিভাগ), পাঠকক্ষ সম্পাদক পদে শামসুর রহমান সুইট (ফার্মেসি বিভাগ), বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে ইমরান হোসেন (জীন প্রকৌশল), সমাজসেবা সম্পাদক পদে আল আমিন মাসুদ (গণিত), জিয়া হলে সহ-সাধারণ সম্পাদক পদে আবদুল মমিন (বাংলা) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন। এ হলেও চারটি সদস্য পদের বিপরীতের প্রার্থী ৪ জন।

তথ্য সূত্র : মানবজমিন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com