বুধবার, ২৪ জুলাই ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

অগ্নি নিরাপত্তায় স্থপতি ইনস্টিটিউটের ৯ প্রস্তাব

তরফ নিউজ ডেস্ক : অগ্নি নিরাপত্তা ও জীবন সুরক্ষায় ভবন নির্মাণের ক্ষেত্রে ৯টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। আজ আগারগাঁও স্থপতি ইনিস্টিটিউট পরিষদে ‘অগ্নি নিরাপত্তা ও জীবন সুরক্ষা: নির্মিত এবং নির্মিতব্য ভবন এর জন্য করণীয়’ সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তোলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের সভাপতি জালাল আহমেদ, স্থপতি মোবাশ্বের হোসেন, স্থপতি মুস্তাফা খালিদ পলাশ, স্থপতি রফিক আজম, স্থপতি ইকবাল হাবিব, স্থপতি এহসান খান ও স্থপতি ফয়েজ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা অগ্নি নিরাপাত্তা ও জীবন সুরক্ষার বিভিন্ন দিক নির্দেশামূলক বক্তব্য দেন। স্থপতি পরিষদের দেয়া আশু করণীয় ৬টি ও দীর্ঘমেয়াদী করণীয় ৩টি প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবগুলো হল-
১. রেট্রোফিটিং এর মাধ্যমে পূর্ব নির্মিত ভবনসমূহে নিরাপত্তা নিশ্চিত করণ।
২. হালনাগাতকৃত বি.এন.বি.সি দ্রুত অনুমোদন এবং ভবন নির্মাণে এর যথাযত প্রয়োগ নিশ্চিতকরণ।
৩. ভবনের ‘অকুপেন্সি সার্টিফিকেট’ গ্রহণ বাধ্যতামূলক করা।
৪. রাজউকের নগর উন্নয়ন কমিটিকে কার্যকরী ভুমিকায় নিয়ে আসা।
৫. রাজউকের রেগুলেটরি কার্যক্রমকে আরো জোরদারকরণ।
৬. ইন্টেরিয়র ডিজাইন-এ ব্যবহৃত নির্মাণ সামগ্রীর ফায়ার রেটিং নিশ্চিতকরণ।

৭. অগ্নি নিরাপত্তা ও জীবন সুরক্ষা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাগুলোকে দুর্নীতিমুক্ত করা।
৮. অগ্নি নিরাপত্তার বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ও কলেজ পর্যায়ের পাঠ্যক্রমে এই বিষয়টি অর্ন্তভূক্ত করা।
৯. বাংলাদেশ স্থপতি ও প্রকৌশলীদের অগ্নি নিরাপত্তা সংক্রান্ত নকশা প্রণয়নে দক্ষতা বৃদ্ধির জন্য কার্যক্রম গ্রহণ করা।
সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পক্ষ থেকে ভবনের অগ্নি নিরাপত্তা ও জীবন রক্ষা বিষয়ক প্রস্তাবনা ও পরামর্শ তুলে ধরা হয়।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com