সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : মাদারীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় দুই মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মঠেরবাজার এলাকার মাদারীপুর-শরিয়তপুর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিগন্ত মোল্লা (১৮) শরিয়তপুর পৌরসভার তুলাসা এলাকার ইউনুস মোল্লার ছেলে। আরেকজনের (১৮) বাড়ি ওই এলাকায়, তাৎক্ষণিকভাবে তার পুরো পরিচয় জানা যায়নি।
মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল হাসান বলেন, শরীয়তপুর থেকে মোটরসাইলে করে ওই দুই তরুণ মাদারীপুর শহরের দিকে যাচ্ছিল। পথে দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান ওসি।