বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
তরফ বিনোদন ডেস্ক : নুসরাত জাহান পাপিয়া। বর্তমানে বিজ্ঞাপন, নাটক, মিউজিক ভিডিও ও চলচ্চিত্রে সমান তালে কাজ করছেন তিনি। বিশেষ করে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিপরীতে ‘পূর্ণদৈর্ঘ্য হাসি’ শিরোনামের গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার পাশাপাশি নির্মাতা অনন্য মামুনের ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে কাজ করে বেশ দর্শকপ্রিয়তা পান পাপিয়া। এদিকে সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এ প্রসঙ্গে পাপিয়া বলেন, আদনান আল রাজীবের নির্দেশনায় একটি টিভি ক্যাবলের বিজ্ঞাপনে মডেল হিসেবে সম্প্রতি কাজ করলাম। এর নাম আকাশ টিভি ক্যাবল। মিরপুরের কোক স্টুডিওতে এর দৃশ্যধারণের কাজ হয়েছে। আশা করছি, কাজটি খুব শিগগিরই দর্শকরা দেখতে পাবেন।
এ কাজের পাশাপাশি গত মাসে সানবীম আশরাফের কিশোওয়ান নুডুলসের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছি। রমজানে এর প্রচার শুরু হবে। আশা করি, কাজগুলো দর্শকরা পছন্দ করবেন। এ ছাড়া ইভান মল্লিকের রচনা ও পরিচালনায় ‘মিস্টার যুক্তিবাদী’ নামের নাটকে অভিনয় করেছেন পাপিয়া। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন আ খ ম হাসান। টিএস নুর মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ২রা মে এটি প্রচারের পর বেশ সাড়া পেয়েছেন বলে জানান পাপিয়া। ছোটপর্দায় নাটক-টেলিছবি ছাড়াও বেশ কয়েকটি ছবিতেও কাজের সুযোগ পেয়েছেন এ অভিনেত্রী। ‘চালবাজ’ ছবিতে প্রথমে ছোট একটি চরিত্রে অভিনয় করেন। এরপর যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’, আকাশ আচার্যের ‘টিকলী’ ছবিতেও তিনি অভিনয় করেছেন।