মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জে সরকারি গাছ কাটার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন।
রবিবার (১৯ মে) বিকেলে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের তিমিরপুর এলাকা থেকে বাদল মালাকার (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
তবে আটক কৃত বাদল মালাকার জানান, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজল চৌধুরীর নির্দেশে গাছগুলো কাটছিল।
জানাযায়, রবিবার সকাল থেকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের তিমিরপুর অংশে রোপন করা সরকারি গাছ কাটছিল কয়েক জন লোক। গোপনসূত্রে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম সেখানে অভিযান চালান।
এ সময় বাদল মালাকারকে আটক করেন। তবে অন্য শ্রমিকরা পালিয়ে যান।
এ ব্যপারে আটককৃত বাদল মালাকার জানান, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম অহবায়ক ফজল চৌধুরীর নির্দেশে তারা গাছগুলো কাটছিল।
এ ব্যাপারে জানতে অভিযোক্ত ফজল চৌধুরীর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করতে চাইলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গাছকাটার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।