মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন কালে মাটি চাপায় কবির হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক উপজেলার লামনীগাও গ্রামের দুদু মিয়ার ছেলে।
এ ঘটনায় একই গর্তে মাটি চাপা পড়ে আরো তিন শ্রমিক নিখোঁজ রয়েছে বলে দাবি করছে এলাকাবাসী।
এলাকাবাসী জানান- সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন করতে গিয়ে গর্তে পড়ে যায় চার শ্রমিক। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গর্তে পড়া বাকি তিনজনকে এখনো নিখোঁজ রয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পাথর উত্তোলন করতে গিয়ে গর্তে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মাটি সরিয়ে দেখা হচ্ছে আর কেউ নিচে পড়েছে কি না।