রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

কুমিল্লা-৯ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন, বিএনপির এম. আনোয়ার উল আজিম তাহার প্রাপ্ত ভোট ১১ হাজার ৩০৯, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী সেলিম মাহমুদ প্রাপ্ত ভোট ৪ হাজার ৪৯৯, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক প্রাপ্ত ভোট ৩ হাজার ১২১, জাকের পার্টির প্রার্থী এডভোকেট টিপু সুলতান প্রাপ্ত ভোট ২ হাজার ১৬১, স্বতন্ত্র প্রার্থী এ.টি.এম আলমগীর প্রাপ্ত ভোট ১ হাজার ৬৬ এবং মুসলিম লীগের মুহাম্মদ আবদুল আউয়াল প্রাপ্ত ভোট ৫৮৩।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এই আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী মো. তাজুল ইসলাম ২ লাখ ৭০ হাজার ৬০২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ আসনে বাতিল ভোটসহ মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৩৯১।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ অংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com