মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একই দিনে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মারা যায় ছেলে দেবব্রত চৌধুরী বিলু (৪৭)। এর ৫ ঘণ্টা পর তার পিতা অরুন চৌধুরী (৯৭) মৃত্যুবরণ করেন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী বলাইয়ের ছোট ভাই দেবব্রত চৌধুরী বিলু মঙ্গলবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার সাভারে এনাম মেডিকেলে হাসপাতালে মৃত্যুবরণ করেন। অপর দিকে রাজধানীর অপর একটি হাসপাতালে ৫ ঘণ্টা ব্যবধানে অয়ন চৌধুরীর পিতা অরুন চৌধুরী বার্ধক্যজনিত কারণে যান।
তাদের লাশ ঢাকা থেকে শ্রীমঙ্গলে আনা হচ্ছে। একই দিনে পিতা ও পুত্রের মৃত্যুতে শ্রীমঙ্গল শহরে শোকের ছায়া নেমে এসেছে।
পিতা ও পুত্রের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।