মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা : লাখাইয়ে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযেোাগ ওঠেছে। মুমূর্ষ অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। সে উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।
লাখাই থানার অফিসার ইনজার্চ এমরান হোসেন জানান, ওই স্কুল ছাত্রী সন্ধ্যার পর কাজের জন্য তাদের খলায় যায়। এসময় একই গ্রামের জহুর আলী নামে এক ব্যক্তি তাকে একা পেয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই ছাত্রীর শোর-চিৎকার শুণে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
ওসি আরো জানান, ভোর রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার রিচি গ্রাম থেকে অভিযুক্ত জহুর আলীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় অভিযুক্ত জহুর আলীর আদালতে ১৬৪ দ্বারা জবানবন্দি নেয়া হবে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডাঃ মেহেদী হাসান জানান, হাসপাতালে ভিকটিমকে ভর্তি করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করার পর বুঝা যাবে সে আসলে ধর্ষণের শিকার হয়েছে কি না। তার চিকিৎসা চলছে।