রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাহুবলে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

এফ আর হারিছ, বাহুবল (হবিগঞ্জ) : বাহুবলে আগুনে এক প্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের শেওড়াতুলী গ্রামে।

জানা যায়, উপজেলার শেওড়াতুলী গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র দুবাই প্রবাসী আওলাদ মিয়া সম্প্রতি দেশে আসেন। রোববার তিনি বসতঘর তালাবদ্ধ করে রেখে স্ত্রী- সন্তানদের নিয়ে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। ওইদিন রাত অনুমানিক ৩ টার দিকে বাড়ির লোকজন তার বসতঘরে আগুনের শিখা দেখতে পেয়ে চিৎকার করলে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ঘরটি তালাবদ্ধ থাকায় লোকজন কোনো প্রকার মালামাল উদ্ধার করতে পারেন নাই। মুহুর্তের মধ্যে চতুর্দিকে আগুন লেলিহান শিখা ছড়িয়ে ঘরে থাকা মুল্যবান জিনিষপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়। শুধুমাত্র বারান্দায় থাকা ৬ টি গরু উদ্ধার করতে সক্ষম হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের ধারণা।

খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এর লোকজন ঘটনাস্থলে আসেন, কিন্তু  গ্রামের ভিতরে যাতায়াত ব্যাবস্থা খারাপ থাকায় ঘটনাস্থলে যাওয়ার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে সোমবার সকালে বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, পুটিজুরী ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আহমেদ ও বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com