রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

ঈদের আগে খুলছে না সিলেটের বিপণিবিতান

নিজস্ব প্রতিবেদক : করোনার সংক্রমণ প্রতিরোধ ও মানুষের নিরাপত্তা বিবেচনায় ঈদ পর্যন্ত নিত্যপণ্য ছাড়া সব ধরনের দোকান ও বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা।

আজ শুক্রবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হকের সভাপতিত্বে আয়োজিত ব্যবসায়ীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আবু তাহের মো. শোয়েব বলেন, ‘সিলেটের ব্যবসায়ীদের সিদ্ধান্ত সরকারের প্রতিও একটা বড় বার্তা। আমরা চাই আগে জীবন, পরে জীবিকা। কেবল পোশাকের দোকান নয়, নিত্যপণ্য ছাড়া সবধরণের দোকান ও বিপণিবিতান ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’

এ প্রসঙ্গে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেটের ব্যবসায়ীরা ব্যবসার আগে মানুষের জীবনের নিরাপত্তাকে প্রাধান্য দিয়েছেন। জাতীয় এ দুর্যোগে তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে পারেন তা প্রমাণ করেছেন। এখন যেভাবে নিত্যপণ্য ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ, ঈদ পর্যন্ত একইভাবে সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’

এ দিনের বৈঠকে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলসহ প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com