রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন
আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: করোনার এই মহাদুর্যোগে কুমিল্লার লাকসাম পশ্চিমগাঁও নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এলাকার অসচ্ছল ১০৫টি পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন লাকসামের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীটের ৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধি এ.কে.এম রায়হান তানভীর, মোঃ নাজমুল হক মিঠু, মোহাম্মদ মনির মজুমদার, মোঃ শামসুল আরেফিন বেলাল, মোঃ শরাফত হোসেন চারু।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, দেশের এই ক্রান্তিকালে সকল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা যদি ব্যাচ ভিত্তিক সংগঠিত হয়ে এভাবে এগিয়ে আসেন তাহলে বর্তমান করোনা মহামারীর কারণে যারা আর্থিক সঙ্কীর্ণতায় ভুগছেন তারা অন্তত কিছুটা হলেও উপকৃত হবেন। এই আশাবাদ ব্যক্ত করে ঈদ সামগ্রী বিতরণে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশ-বিদেশে অবস্থানরত সকল বন্ধুদের এ কার্যক্রমে অংশ নেয়ায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ৯৮ ব্যাচের সদস্যরা।