রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পানসি’র খাবারে কাপড়ের রং, জরিমানা সাড়ে ৩ লাখ

নিজস্ব প্রতিবেদক: এবার সিলেট নগরীর পানসি রেস্টুরেন্টের খাবারে কাপড়ের রং ও কেমিক্যাল পাওয়া যাওয়ায় সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে নগরীর জিন্দাবাজারস্থ পানসি রেস্টুরেন্টে র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামানের নেতৃত্বে এ অভিযানে নামে র‍্যাব-৯। এ সময় রেস্টুরেন্টটিকে সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করে।

এর আগে খাবারে কেমিক্যাল ও বিষাক্ত রং মেশানোসহ বিভিন্ন অপরাধে সিলেট নগরীর পাঁচ ভাইকে ৩ লক্ষ টাকা জরিমানা র‍্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

পানসি রেস্টুরেন্টে অভিযান শেষে র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, পানসি রেস্টুরেন্টের খাবারে কাপড়ের রঙ, পচা খাবার, মেয়াদোত্তীর্ণ ফুড ফ্লেভার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, সিলেটে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযানে পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে। যেখানেই অনিয়ম পাবো সেখানেই ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, সকালে নগরীর জল্লারপারস্থ পাঁচ ভাই রেস্টুরেন্টে র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযানে নামে র‍্যাব-৯। সে সময় পাঁচ ভাই রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন এবং খাবারে কেমিক্যাল ও বিষাক্ত রং মেশানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা র‍্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com