শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় বাহুবল নবীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি জনাব পারভেজ আলম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করল হবিগঞ্জ জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন মডেল হাই স্কুল। সোমবার (২৪ মে) বিকাল ৩ টায় উপজেলার মিরপুরস্থ সানশাইন মডেল হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
স্কুলের পরিচালক এম শামছুদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মনিরুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যাক্তি পারভেজ আলম চৌধুরী।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আসকার আলী, আলিফ সোবহান চৌধুরী কলেজের আইসিটি বিভাগীয় প্রধান প্রভাষক আইয়ুব আলী, বিশিষ্ট নাট্যকার গোলাম রাব্বানী মিন্টু, পাচঁগ্রাম নেতা ফয়সল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু চন্দ্র দে, নাজির হোসেন হাসু, মাদানি মালেক, শংকর দেব, কাজী আলফু, শিক্ষক আতাউর রহমান উজ্জ্বল, বিমল চন্দ্র দাশ, মহিউদ্দিন কচুয়াদি শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরামের সভাপতি শিব্বির আহমদ, সাধারণ সম্পাদক এ এস এম রেদুয়ান, কে এম ফাউন্ডেশনের সমন্বয়ক মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন শরিফ থেকে পাঠ করে শাহরিয়ার নাফিজ ইয়াসিন ও গীতা পাঠ করে শৈলী দেব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শারমিন আক্তার, ছাত্র ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন রায়হান, সুমা, সাবিকুন্নাহার অর্পি ও মার্জিয়া।
অনুষ্ঠান শেষে সানশাইন মডেল হাই স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়। এছাড়াও কে. এম. ফাউন্ডেশন ও কচুয়াদি শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।