শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

এএসপি পারভেজ আলমকে বাহুবল মডেল থানা পুলিশের সংবর্ধনা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে বাহুবল মডেল থানা পুলিশ। শনিবার (২৯ মে) বিকাল ৩ টার দিকে বাহুবল মডেল থানা প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাব-ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি পারভেজ আলম চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আসকার আলী, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আজিজুর রহমান মানিক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব, বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু চন্দ্র দে, প্রবাসী নাজির হোসেন হাসু, কে এম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ এস এম রেদুয়ান প্রমুখ।

অনুষ্ঠান শেষে বাহুবল মডেল থানার পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়। এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও উপজেলা কমিউনিটিং পুলিশের সভাপতি আসকার আলীর পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com