সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৫২ হাজার জন।
রোববার (১৯ মে) এনটিআরসিএর ওয়েবসাইটে এ পরীক্ষার ফল প্রকাশ হয়।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এস এম আশফাক এ তথ্য নিশ্চিত করেছেন।
উত্তীর্ণদের মধ্যে স্কুল পর্যায়ে ৫৫ হাজার ৫৯৬ জন এবং কলেজ পর্যায়ে ৯২ হাজার ২৭৫ জন প্রার্থী রয়েছেন। পরীক্ষায় মোট আট লাখ ৭৬ হাজার ৩৩ জন অংশ নেন।
আগামী ২৬ ও ২৭ জুলাই শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে ফল জানানো হয়েছে। এছাড়া http://ntrca.teletalk.com.bd/result/ এই ওয়েবসাইটে ফল জানা যাবে।