সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির প্রার্থী তালিকায় নেই চার হেভিওয়েটের নাম আজ সৈয়দ আব্দুল্লাহ’র ৭৮তম জন্মদিন দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রেলের টিকিট কালোবাজারি রোধে শায়েস্তাগঞ্জে র‍্যাবের অভিযান, ৪ যাত্রীকে জরিমানা বাহুবলে চোরাই গরু ও গাড়িসহ এক ব্যক্তি আটক  ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার উপকমিটিতে দায়িত্ব পেলেন বাহুবলের সন্তান মিনজাব ছাহাম বাহুবলে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার মাধবপুরে জেলা জামায়াতের গাড়ীবহরে হামলা বাহুবলে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন বাহুবলে ‘ওয়াশব্লক’ প্রকল্পের কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার, শিক্ষক-শিক্ষার্থীদের দূর্ভোগ

আজ সৈয়দ আব্দুল্লাহ’র ৭৮তম জন্মদিন

তরফ নিউজ ডেস্ক: তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহ’র আজ ৭৮তম জন্মদিন। ৩রা নভেম্বর ১৯৪৭ সালে হবিগন্জ জেলার বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের বিখ্যাত সৈয়দ পরিবারে জন্মগ্রহন করেন । বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাস গবেষক ও আধুনিক বাংলা ইসলামি সাহিত্যের অন্যতম বাকনির্মাতা তিনি । বহুগ্রন্থপ্রণেতা বিদগ্ধ পন্ডিত মনীষী হিসাবে খ্যাত ছিলেন। আজীবন উত্তরসুর গ্রামে বসবাসকারী এই কর্মবীর মানুষটি আপন যোগ্যতায় আলো ছড়িয়েছেন জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে।

শিকড় সন্ধানী গবেষক, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বহু কালজয়ী ঐতিহাসিক গ্রন্থের লেখক, বৃহত্তর সিলেটের সর্বজন শ্রদ্ধেয় কীর্তিমান মনীষা, বহুগ্রন্থ প্রণেতা সৈয়দ আব্দুল্লাহ ছিলেন এক নামে সবার কাছে পরিচিত ও শ্রদ্ধাভাজন এক মনীষী। সাহিত্যের জন্য নিজের পুরো জীবনকে তিনি ব্যয় করেছেন। সরকারি চাকুরীর পেনশনের সমস্ত টাকা দিয়ে অপ্রকাশিত পান্ডলিপি গ্রন্থাকারে প্রকাশ করে জাতিকে এক অসামান্য কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। সাহিত্যের জন্য এমন বিরল দৃষ্টান্ত এদেশে বিরল।

আধুনিক বাংলা ইসলামি সাহিত্যের বাক নির্মাতাদের অন্যতম তিনি। আজকের নতুন প্রজন্মের মাঝে ইসলাম ও ইতিহাস নিয়ে বাংলা সাহিত্যে অনেক লেখক তৈরী হলেও আজ থেকে পাঁচ দশক আগে এই শূন্যতা পূরণ হয়েছিল বাংলা সাহিত্যের যে ক’জন মনীষার হাত ধরে তাদের একজন ইতিহাসবিদ সৈয়দ আব্দুল্লাহ। আজকের বাংলা ইসলামি ধারার সমৃদ্ধ পথটি সৈয়দ আব্দুল্লাহ সহ যে কয়েকজন মনীষাদের সংগ্রামে তৈরী তাদেরকে জাতী শ্রদ্ধার সাথে স্মরন করবে বহুকাল।

তিনি ৭০ দশকের জনপ্রিয় কলাম লেখক। মাসিক মদীনার সূচনাকাল থেকে তিনি ঔতোপ্রতোভে জড়িত। লিখেত দেশের শীর্ষ জাতীয় দৈনিকেও।মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান নিয়ে এই বরেণ্য লেখকের গবেষণা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইতিহাস গবেষনায় পেয়য়েছেন জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে বহু স্বীকৃতি। পেয়েছেন এশিয়া প্রেস ফাউন্ডেশনের এশিয়ার সেরা একশ পন্ডিত মনীষার স্বীকৃতি। বিএনএসআই ইংলেন্ড আন্তর্জাতিক স্বর্ণ পদক। বিশ্বকোষ ও ওয়াল্ড পিডিয়াতে তার জীবনী স্থান করে নিয়েছে।

তার লিখিত গবেষণাগ্রন্থ ‘রক্তস্নাত পলাশী” উভয় বাংলায় সমানভাবে জনপ্রিয়। সৈয়দ আব্দুল্লাহর গবেষনার বড় একটা দিক মধ্যযুগের বাংলা সাহিত্যের স্থপতি মুসলিম কবি ও আরকান রাজসভা। মহাকবি সৈয়দ সুলতান, সিলেটের নাগরি লিপি, হযরত শাহজালাল ও সীরাত বিষয়ক তার গবেষনা ইতিহাস গবেষকদের কাছে ব্যাপক সমাদৃত।

সাহিত্যের পাশাপাশি তিনি একজন দক্ষ সাহিত্য সংগঠক। ঐতিহ্যবাহি তরফ সাহিত্য পরিষদের তিনি প্রতিষ্টাতা সভাপতি। ঢাকা সিলেটের বহু সাহিত্য গবেষনা প্রতিষ্টানের সাথে জড়িত। একসময় বাংলা একাডেমির ফলো ছিলেন। কাজ করেছেন, বিশ্বকোষ, এশায়াটিক সোসাইটির বাংলাপিডিয়ার মতো অনেক গবেষনা প্রতিষ্টানের সাথে। ২০০৮ সালে বৃহত্তর সিলেট বিভাগের ২৫টি শিল্প সাহিত্য সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন মিলে তাকে গ্রামিন ফোনের সহযোগিতায় বাহুবল একুশে বইমেলায় বনার্ঢ্য গণসংবর্ধনার মাধ্যমে তরফরত্ন উপাধিতে ভূষিত করা হয়। ২০১৮ সালে বাহুবল উপজেলা বাসীর উদ্যোগে ৫৩টি তরুণ নির্মান করে তাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। তার উপর বিভিন্ন দৈনিক ও সাহিত্য সাময়িকী বিশেষ সংখ্যা প্রকাশ করে।

তিনি গড়ে তুলেন গ্রামীণ জনপদে পাঠাগার। “জামেয়া মাহমুদীয়া হামিদনগর” ও ‘জামেয়া মোবারকীয়া উত্তরসুর’ বাহুবল পাবলিক লাইব্রেরী, বহিুবল প্রেসক্লাব, বাহুবল একুশে বইমেলাসহ বহু প্রতিষ্ঠান।

তিনি ছিলেন আওলাদে রাসুল আমিরুল হিন্দ ফেদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যেদ আসআদ আল মাদানী রহ. এর একনিষ্ঠ শিষ্য। ঊনসত্তরের গণআন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসাবে কাজ করেন। ২রা এপ্রিল ২০২২ সালে এই বরেণ্য লেখক ঢাকার ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন।

বরেন্য এই লেখকের জন্মদিন উপলক্ষে তরফরত্ন ফাউন্ডেশন, ঢাকা , ও বাহুবলে নাানান র্মসূচি হাতে নিয়েছে। আজকের দিনে তার প্রতি আমাদের অনিশেষ শ্রদ্ধা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com