শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

বাহুবল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : বাহুবল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বাহুবল অফিসার্স ক্লাবে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের সভাপতিত্বে উক্ত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, শাহ আব্দাল মিয়া, হাবিবুর রহমান চৌধুরী টেনু, কামরুজ্জামান বশির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, মিরপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেব প্রমুখ।

সভায় সৈয়দ খলিলুর রহমান বলেন, বিদায়ী ওসি মাসুক আলী সকলের সাথে সমন্বয় রেখে কাজ করায় উপজেলার আইন শৃঙ্খলা ভাল ছিল। আমি প্রত্যাশা করি নবাগত ওসি এভাবেই সকলের সাথে সমন্বয় রেখে কাজ করে যাবেন। আমি জনগণের সেবক। জনগণের আশা ও প্রত্যাশা পুরণে সর্বাত্মক চেষ্টা করে যাব।

আয়েশা হক বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ ও যানজটমুক্ত বাহুবল গড়তে আমি অঙ্গিকারবদ্ধ। নিয়মিত অভিযান চালিয়ে বালু জব্ধসহ জরিমানা করছি। শিক্ষা ক্ষেত্রে উপজেলাটি যথেষ্ট পিছিয়ে রয়েছে। পিছিয়ে থাকা শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বাহুবলে দাঙ্গা-হাঙ্গামা বন্ধ, ইভটিজিং, মাদক সেবন, মাদক ব্যবসা কঠোর হস্তে দমন করা হবে। তিনি বাহুবলকে মাদকমুক্ত গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com