রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সুনামগঞ্জের ৫ আসনে ২১ জনের মনোনয়নপত্র সংগ্রহ

তরফ নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ৫টি আসনের সম্ভাব্য প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র নেয়া শুরু করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত জেলার ৫টি আসনেরই বিভিন্ন দলের ২১ জন সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে নির্বাচন সুষ্ট ও অবাদ করার লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের প্রস্তুতিও প্রায় শেষের দিকে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সুনামগঞ্জ-১ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুফতী ফখর উদ্দিন, সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসন থেকে গণতন্ত্রী পার্টির গুলজার আহমদ, সুনামগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের এমএ মান্নান, জমিয়তে উলামায়ে বাংলাদেশ মাওলান শাহিনূর পাশা চৌধুরী, এলডিপির এম আর খালেদ তুষার, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কারী মুহিব্বুল হক, সুনামগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশর তানভির আহমদ তাছলিম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ, জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) দেওয়ান ইসকন্দর রাজা চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনএফ’র আাশরাফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী রনজিৎ কুমার দে, বিএনপি’র মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মুহিব্বুল হক আজাদ, সুনামগঞ্জ-৪ আসনের অ্যাড. ফজলুল হক আছপিয়াসহ বৃহস্পতিবার পর্যন্ত ২১জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সুনামগঞ্জের রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ জানান, নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি শেষের দিকে। নির্বাচন অবাদ ও সুষ্ট করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com