শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুরের শিবরামপুর থেকে আসমা বেগম (৩২) নামে এক নারীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ জুলাই) ভোর রাতে এই নারীকে আটক করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলমের নেতৃত্বে অভিযানে যাওয়া একদল পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটক আসমা বেগম উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিবরামপুর গ্রামের আব্দুল কাইয়ূমের স্ত্রী। তিনি একজন মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।
এ ব্যাপারে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম বলেন, আটক আসমা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করি। এ সময় তার শিবরাম গ্রামের বসতঘর থেকে ৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৩শ ১০ টাকাসহ আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও নগদ টাকাসহ তার বিরুদ্ধে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসমা বেগম এর নামে মামলা দায়ের করেছেন।