রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৫বছর উদযাপন উপলক্ষে বাহুবল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা সাবরেজিস্টার মাঠে আওয়মী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছসেবক লীগের নেতা কর্মীদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবাষিকী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মোছাব্বির শাহীন, বাহুবল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন আকঞ্জী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ রিমন, ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল হামিদ, যুবলীগ নেতা আব্দুস সহিদ, বাহুবল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুকুর রশীদ ফারুক, যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন রুবেল, আরজু মিয়া, এমরানুল হক, নিতাই কুমার বৈদ্য, হুমায়ুন কবীর, সাহেব আলী তালুকদার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এমরান, দেওয়ান জাবেদ, আয়াত আলী, তৌহিদ, আতাউর রহমান, বিংকু, জসিম, ছায়েদ, কুদরত। ভাদেশ্বর ইউনিয়নের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, লামাতাশী ইউনিয়নের আহ্বায়ক আব্দাল মিয়া, স্নানঘাট ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শফাত, সাতকাপন ইউনিয়নের আহ্বায়ক ইসলাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নুরে আলম, ধীরেন্দ্র, রাসেল, মিলন, আওয়ামী লীগ নেতা আয়াজ আলী প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com